সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

মা ইলিশ সংরক্ষণে চৌহালীতে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালীতে  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার ঘোষিত ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর এই ২২দিন সারাদেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাত করণ ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ।
বৃহস্পতিবার (১০অক্টবর) দুপুরে উপজেলা কাঠাল বাগান চত্তরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের  জেলেসহ  মৎস্য ব্যবসায়ীদের নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।   উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফির পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি)মো, জিয়াউর রহমান।
 এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চৌহালী ,নৌ-পুলিশের অফিসার ইনচার্জ শামছুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান,  মৎস্য দলের সভাপতি মো, মহারাজ, প্রেসক্লাবের সাবেক  সভাপতি মাহমুদুল হাসান  প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি জিয়াউর রহমান  বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই মাছ রক্ষা করাও আমাদের দায়িত্ব। যেসকল জেলে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার থেকে বিরত রাখতেই আপনাদের মাঝে বকনা বাছুর ও চাউল দিয়ে সাহায্য করা হচ্ছে ৷ আপনারা কেউ এসময় নদীতে নামবেন না ৷ আমারা চাইনা কেউ জেল-জরিমানা হোক ৷ চৌহালীর সব জেলেকে সরকারি নির্দেশনা মেনে মাছ শিকারের পরামর্শ দেন তিনি।
পরে চৌহালী থানায় নতুন দায়িত্ব নিয়ে সকলের সঙ্গে পরিচিত হন এবং ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান” ২০২৪ বাস্তবায়নের বিভিন্ন দিকনির্শনা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর