রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় উদ্বোধনের ৩ মাস পরেই ধ্বসে পরলো নবনির্মিত বক্স কালভার্ট 

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদ্বোধনের ৩ মাস পরেই ধ্বসে পরলো নবনির্মিত বক্স কালভার্ট । গত ২৮ সেপ্টেম্বর রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সদাই গ্রামের ফুলজোর নদীর শাখা খালের(নালা) উপর নবনির্মিত বক্স কালভার্টটি ধ্বসে পড়ে । ফলে উভয় পাড়ের ৮ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষেরর যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা ।নির্মানে সংশ্লিষ্টরা বলছেন কয়েক দিনের ভারি বর্ষণে বক্স কালভার্টের দু’ পাশ ও নীচ থেকে মাটি সরে যাওয়ায় বক্স কালভার্টি ধ্বসে পরেছে । এলাকা বাসী অভিযোগ নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে তৈরি করায় বক্স কালভার্টি ভেঙে পরেছে ।

এ বক্স কালভার্ট ধ্বসে পড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েদকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন । আজ রবিবার তদন্ত কমিটি ঘটনা স্থলে সরজমিনে তদন্ত করতে গিয়েছেন ।

উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের প্রকল্প থেকে গত ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩ লাখ টাকা ব্যয়ে ১৮ ফুট লম্বা এবং ১৪ ফুট চওড়া ওই বক্স কালর্ভাটটি নির্মান করা হয়। নির্মান শেষে গত ৩ মাস আগে এই কালর্ভাটটি স্থানীয় লোকজনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কালর্ভাট নির্মান প্রকল্পের সভাপতি ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আলীম।

সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন, আবু সালে, আরজান আলী, ইসলামাইল হোসেন, আব্দুস সালাম, শেফালী বেগম,  সবুজ আলী ও বেলাল হোসেন অভিযোগ করেছেন, পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ থেকে এই ওয়ার্ডের পাশাপাশি সদাই ও রাঘবড়িয়া গ্রাম সহ ৮ গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে গত ২০২৩-২০২৪ অর্থ বছরে সদাই গ্রামের মধ্যে এই কালভার্টটি তৈরি করা হয়। মাত্র ৩ মাস আগে এটির কাজ সম্পন্ন হবার পর জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের প্রকল্পের প্রথম কিস্তি থেকে এটি নির্মানের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের কাজের সভাপতি ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলীম। তিনি নির্মাণ কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এটি নির্মানের ৩ মাসের মধ্যেই সামান্য বৃষ্টিতে ভেঙে পড়েছে । তারা অবিলম্বে এই বক্স কালভার্টি নতুন করে নির্মানের দাবি জানিয়েছেন ।

এ ব্যাপারে পঞ্চক্রোশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও উক্ত প্রকল্পের সভাপতি আব্দুল আলীম তার বিরুদ্ধে আনিত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কালভার্ট নির্মানের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি উন্নতমানের নির্মান সামগ্রী ব্যবহার করেছেন এ কাজে। কিন্তু বেশ কয়েক দিন ধরে প্রবল বৃষ্টির কারণে খালের দুই পাশের মাটি এবং নিচের অংশের মাটি ধ্বসে সরে যাওয়ায় কালভার্টটি ধ্বসে পড়েছে। বর্তমানে খালে অনেক পানি। আগামী দু /এক মাস পরে পানি কমে গেলে তিনি ধ্বসে যাওয়া কালভার্টটি সংস্কারের ব্যবস্থা করবেন।

এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, ৩ লাখ টাকায় এই জাতীয় কালভার্ট যথাযথভাবে নির্মান করা কখনই সম্ভব নয়। তারপরেও স্থানীয় জনগণের সমস্যা সমাধানে তার সদস্য এটি তৈরি করেছিলেন। নতুন করে কালভার্টটি নির্মান করার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান বক্স কালভার্ট ধ্বসে পড়ায় একটি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন । তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর