সিরাজগঞ্জের সলঙ্গা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কে.এম রবিউল ইসলাম।বদলী জনিত কারনে পুর্বের দায়িত্বপ্রাপ্ত (ওসি) এনামুল হক অন্যত্র বদলী হলে গত ২৮ আগস্ট এ থানায় যোগদান করেন।এর আগে তিনি যমুনা সেতু পশ্চিম থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
এ থানায় যোগদান করে গতকাল বিকেলে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে তার অফিস কক্ষে পরিচয় ও মতবিনিময়ে জানান,ওসি হিসেবে আমার প্রথম কাজ হবে সলঙ্গা থানাকে তদবীর ও দালাল মুক্ত করা।আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা,মাদক,চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নবাগত ওসি রবিউল ইসলাম ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি কুষ্টিয়া সদর,কুমারখালী,ভেড়ামারা,মাগুড়া ওসি (ডিবি),ডিএমপি (ডিবি),ডিএমপি হেড কোয়ার্টার,ঢাকা ধানমন্ডি,উত্তরা,তুরাগ,ওসি (ডিবি) মেহেরপুর,সিরাজগঞ্জ ১ নং পুলিশ ফাঁড়ি,২নং পুলিশ ফাঁড়িতে সততা,নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।