সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ আগষ্ট) বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভার,) মো, শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সেনা ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ, চৌহালী উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডা, রাফসান রেজা, চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি)শ্যামল কুমার দত্ত পিপিএম, চৌহালী নৌ থানার (ওসি) শামছুল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী, উপজেলা বিএনপির সভাপতি মো, জাহিদ মোল্লা, বাংলাদেশ জামায়েত ইসলাম চৌহালী শাখার আমির মোহাম্নদ সাঈদ আবু সালেহ, বিএনপি সাধারণ সম্পাদক মইনুল কারী,অধ্যক্ষ বাদশা মিয়া, অধ্যক্ষ দুলাল মিয়া, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উমারপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মন্ডল, ঘোরজান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী প্রমুখ। এছাড়াও উপজেলার সরকারি দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, শিক্ষক মন্ডলী ও ছাত্র সমন্বয়কারীর প্রতিনিধি। পরে উপজেলা পরিষদ এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।