নাম কামাল হোসেন (৩৫) বুদ্ধিপ্রতিবন্ধী। উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি,মুখমন্ডল গোলাকার, গায়ের রং কালো,ফুলহাতা সার্ট ও চেক লুঙ্গি পরিহিত। তার ঠিকানা : কুঠিপাড়া, সলঙ্গা বাজার,সিরাজগঞ্জ। সে গত ১৮/৮/২০২৪ তারিখে পরিবারের কাউকে কোন কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এখন পর্যন্ত সে বাড়িতে ফিরে আসে নাই।আত্মীয় স্বজন বাড়িসহ বিভিন্ন এলাকায় খোজ করেও তাকে পাওয়া যাচ্ছে না।
তার ছবি দেখে উপরোক্ত ব্যক্তির কোন সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার।
যোগাযোগ : মা হাসিনা খাতুন ০১৭৪২-৮৮৬১৭০।