সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

সলঙ্গা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন 

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তালুকদারের অনিয়ম,দুর্নীতি, দু:শাসনে চেয়ারম্যানের পদ থেকে  অপসারণের দাবীতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আয়োজনে গতকাল দুপুরে সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মোড়ে ইউনিয়নের সর্বস্তরের জনগনকে নিয়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,  সলঙ্গা থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুন সরকার সহ অনেকে। বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পরিষদের সকল উন্নয়ন কাজ হতে বঞ্চিত করেন। ক্ষমতার দাপট দেখিয়ে একাই প্যানেল চেয়ারম্যান সাজিয়ে এক তরফা ভাবে পরিষদের সকল কার্যক্রম চালিয়ে সরকারি বরাদ্দ লুটপাট করেছেন।৫ আগস্ট সরকার পতনের পর হতে তিনি গাঢাকা দিয়েছেন। এ পর্যন্ত তাকে পরিষদে দেখা যায়নি।এতে পরিষদের কার্যক্রমের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন জনগন। তাই দুর্নীতিবাজ চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদারকে চেয়ারম্যানের পদ থেকে অপসারন ও পদত্যাগ দাবী করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর