মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রধিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৬ আগস্ট) সন্ধায় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। সভার শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের সাথে কুশলাদী বিনিময় করেন এবং মহামারী করোনা সংক্রমন কালে পরিবারের সদস্যদের খোজখবর নেন।
সাধারণ সম্পাদক জাহেরুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবের উন্নয়ন সহ কোভিড-১৯ সংক্রমনকালে উপজেলার সংবাদকর্মীরা প্রধানমন্ত্রীর দেয়া প্রনোদনা থেকে বঞ্চিত হওয়া ব্যাপারে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, সহ সভাপতি দবিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী,যুগ্ম সম্পাদক লিহাজ উদ্দীন, অন্যতম সদস্য হাবিবুল হক মুক্তা প্রমুখ। আলোচনা শেষে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের ব্যক্তিগত তহবিল হতে দেয়া উপহার সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপস্থিত সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।