সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় দুর্বৃত্তদের হামলা ভাংচুর লুটপাট থেকে রক্ষায় বিএনপির নেতাকর্মী

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন এলাকায় হামলা, ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে।
এতে আতংকিত হয়ে পরে উল্লাপাড়া উপজেলাবাসি। দুর্বৃত্তদের হামলা ভাংচুর লুটপাট থেকে রক্ষা করতে উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লায় বিএনপির নেতাকর্মীগন ও এলাকার সাধারণ  কে নিয়ে ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত দিন রাত পাহারায় আছেন।
মঙ্গলবার দুপুরে ঘোষগাতী মহল্লায় শিপ মন্দিরে বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মোঃ বেল্লাল হোসেন বলেন  ‘স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর, সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো।এ ’সময় তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন, ‘এই দেশ তরুণ, ছাত্র ও যুব সমাজের। তোমরাই এই দেশ নতুন করে গড়ে তুলবে। আমি আবারো বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না।’খেয়াল রাখতে হবে অবাঞ্ছিতরা দলে ঢুকে যেন ক্ষতি করতে না পারে। এখন সবাই বিএনপি হয়ে গেছে। ত্যাগীরা গত ১৭ বছর অনেক কষ্ট করেছেন। যারা দল করেছেন তারা বোঝেন কত কষ্টে সময় গেছে তাদের। উল্লাপাড়া উপজেলা  ছিল ধানের শীর্ষের ঘাঁটি। আবার আমরা এসেছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনকে আমাদের সহায়তা করতে হবে। হিন্দু সম্প্রদায় সবসময় সহযোগিতা করতে হবে। তাঁরা যেন আমাদের দ্বারা কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবি সিদ্দিক মিন্টু বলেন স্বৈরশাসক আওয়ামী লীগের মতো যেন বিএনপির নেতাকর্মীরা আচরণ না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পুজা উদয়াপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ, ঘোষগাতী মহল্লার হিন্দু সম্প্রদায়ের মানুষ ও বিএনপির নেতাকর্মীগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর