সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

৬ মিনিটেই মিলছে নির্ভুল জন্ম নিবন্ধন সনদ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ

বাড়ি বাড়ি গিয়ে জন্ম নিবন্ধন আবেদন করার সাথে সাথেই প্রিন্ট কপি হাতে দিচ্ছেন ধামানগর ইউনিয়ন পরিষদ। ঠিক এমন চিত্র দেখা যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকায়। আজ মঙ্গলবার (১৬ জুলাই)  সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রোজিন পলাশ বাড়ির উঠানেই বসে সঠিক তথ্য নিয়ে জন্ম নিবন্ধনের অনলাইন আবেদন করছেন মাত্র ৪ মিনিটে আর সঙ্গে সঙ্গেই পেমেন্ট সম্পন্ন করে দুই মিনিটেই একজন বাসিন্দার হাতে পৌঁছে দিচ্ছে অনলাইন সম্পন্ন একটি জন্ম সনদ। এমন কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা জানান, নির্ভুল জন্ম- মৃত্যু নিবন্ধন করবো শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো এই স্লোগান কে সামনে নিয়ে ইউপি চেয়ারম্যান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমাদের এই কার্যক্রম।  তবে কর্মব্যস্ততায় অনেকেই সশরীরে ইউনিয়ন পরিষদে হাজির হয়ে জন্ম নিবন্ধন করতে পারেন না। তাদের জন্য সহজ উপায় হলো বাড়িতে বসেই আমাদের টিমকে সঠিক তথ্য দিয়েই সঙ্গে সঙ্গে  ঘরে বসেই কয়েক মিনিটেই নির্ভুল জন্ম নিবন্ধন সনদ বুঝে নেওয়া। মাত্র ৬ মিনিটে একটি নির্ভুল জন্ম নিবন্ধন পেয়ে গণমাধ্যম কর্মীকে আবেগ আপ্লূত হয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ইউনিয়নের ক্ষীরতলা এলাকার বাসিন্দা সোনামণি মাহাতো তিনি জানান, আমার জন্ম নিবন্ধনের জন্য আমাদের মেয়ের জন্ম নিবন্ধন করতে পারছিলাম না। বাড়ির কাজ কাজে সময় পাই না তাই ইউনিয়ন পরিষদে যাওয়া হয় না। আজকে হঠাৎ আমার বাড়িতে এসে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসে তথ্য নিয়ে চেয়ারম্যান রাইসুল হাসান সুমনসহ আমার হাতে জন্ম নিবন্ধন তুলে দিলেন সাথে সাথে আমার মেয়ের জন্ম নিবন্ধন সনদও করে দিলেন। এত সহজে যে জন্ম নিবন্ধন নিজের ঘরে বসেই পাবো তা কল্পনাও করতে পারি নাই। ব্যতিক্রম কার্যক্রমে সচেতন মহল বলছেন, গ্রামের মানুষ গুলো কৃষি কাজের উপর নির্ভরশীল হওয়ায় তারা মাঠের কাজ শেষ করে আর সেভাবে জন্ম নিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে আসার সময় পান না। জন্ম নিবন্ধনে যেনো বিড়ম্বনা পোহাতে না হয় সে জন্য বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জন্ম নিবন্ধন সনদ করে দিয়ে সাধারণ মানুষের কাছে এক আস্থা অর্জন করেছে ধামাইনগর ইউনিয়ন পরিষদ। ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান, কোনো শিশু যাতে ভুল জন্ম তারিখ নিয়ে বেড়ে না ওঠে, নিবন্ধনের বাইরে না থাকে এবং একই ব্যক্তির একাধিক সনদ রোধে সরকারকে সহায়তা করার জন্যেই আমার এই উদ্যোগ। ঘরে ঘরে গিয়ে সঠিক তথ্য নিয়ে আবেদনের মাদ্যমে সঙ্গে সঙ্গেই জন্মনিবন্ধন সনদ প্রদান করছি। আমার উদ্যোগ আগামীতে চলমান থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর