নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের পেশা ভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সোমবার বেলা ১২টায় নাজিরপুর ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে দশদিন ব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুর রহমান প্রমুখ। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানসহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ২০২৩-২০২৪ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্প হতে পুনর্বাসিতদের পেশা ভিত্তিক এ প্রশিক্ষণ ১৫ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে। আয়বর্ধক এ প্রশিক্ষণ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন উপকারভোগীরা।#