‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে গুরুদাসপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য সমবায় র্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় পরিদশর্ক সুরজিত চ্যাটার্জী।
সভায় বিশেষ অতিথি ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুর রশীদ প্রধান, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, এএসআই আবুল কালাম আজাদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী আব্দুস সালাম, মাসুদ রানা, রেজাউল করিম ও মইনুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভের চেয়ারম্যান মোহাব্বত হোসেন বিশ্বাস। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।