বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

গুরুদাসপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশে আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে নিরীহ মানুষ হত্যার বিচার দাবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ

স্বৈরাচার আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে নিরীহ ও নিরপরাধ মানুষ হত্যাকারীদের বিচারের দাবিতে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে মঙ্গলবার বিকেলে হাজারো কর্মী নিয়ে উপজেলার নাজিরপুর বাজারে বিক্ষোভ শেষে ওই প্রতিবাদ সমাবেশ হয়। নাজিরপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. শরিফুল ইসলাম মাস্টার, উপজেলা ওলামা দলের সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. হামিদুর রহমান সবুজ ও সেক্রেটারী ইমরান আলী সরকার, চাপিলা ইউনিয়ন জামায়াতের আমির মো. আবেদ আলী, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন- আজ অত্যন্ত মর্মান্তিক, ভয়াবহ ও হৃদয়বিদারক একটি দিন। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় স্বৈরাচার শেখ হাসিনার দোসররা লগি বৈঠা দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়। কুকুরকেও এভাবে মারে না। সেদিনের নির্মম হত্যাকা-ের ন্যায়বিচার আজও হয়নি। আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষায় অবিলম্বে সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান তারা।

সমাবেশে বিভিন্ন দলের কর্মী, সমাজসেবক, যুবসমাজ প্রতিনিধিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর শত শত কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর