মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর মিললো শিশুর মরদেহ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ২:৪৫ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর জিহাদ হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (৬ জুলাই) ভোর ৫টার সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী মোঃ হাসেম হোসেনের ছেলে ও দাশুড়িয়া কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন। জিহাদ হোসেনের বড় ভাই মোহাম্মদ শুভ হোসেন জানান, গতকাল শুক্রবার (৫ জুলাই) বিকাল ৫টার দিকে দাশুড়িয়ার তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে বন্ধুদের সাথে গিয়ে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ হোসেন। আমি তখন জিহাদ হোসেন কে বৃষ্টিতে না ভিজে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে আমি চলে আসি। তার কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে দেখি জিহাদ হোসেন নেই। পরে দাশুড়িয়ার তেঁতুলতলা গোডাউনের কাছে গিয়েও তাকে পাইনি আমি। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদ হোসেনের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। আজ শনিবার ভোর ৫টার দিকে গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো মরদেহ পাওয়া যায়। দাশুড়িয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন খাঁন জানান, শিশু জিহাদ হোসেন নিখোঁজের খবর গতকালকে আমি শুনেছিলাম, আজ ভোরে শুনতে পেলাম তার মরদেহ উদ্ধার হয়েছে পুলিশ। আমি জিহাদ হোসেনের বাড়িতে গিয়েছিলাম। জিহাদ হোসেন আমাদের স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, জিহাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর