মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫জনের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ২ জন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই ) রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে শাওন (১৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের ওয়াজি মন্ডলের ছেলে এবং ঈশ্বরদী ট্রেক্সটাইল ভোকেশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। বাকীদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৪জন নিহত হয়েছেন‌। আহত ৩ জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর