সমম্বিত কৃষি ইউনিট এর আওতায় ৬ জন সফল খামারী /উদ্দোক্তাকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(৪ জুলাই) সকালে আটঘরিয়া উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম জাগরনী চক্র ফাউন্ডেশন এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রানী সম্পদ অফিসার আকলিমা খাতুন।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার পাবনা জোন( জেসিএফ) আব্দুস সবুর।
উপস্থিত ছিলেন এলও,(জেসিএফ) ডা. মো: মাইদুল ইসলাম, এফও(জেসিএফ)) মিজানুর রহমান, এও(জেসিএফ) মজিদ সম্রাট।
উক্ত অনুষ্ঠানে ৬ জন সফল খামারী / উদ্দোক্তাকে বিভিন্ন খাতে সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে। তারা হলেন-প্রানী সম্পদ খাতে রামচন্দ্রপুর গ্রামের রোকসানা খাতুন, একই গ্রামের গ্রামের সেলিনা খাতুন।
কৃষি খাতে পারাসিধাই গ্রামের দোলেজান বেগম, চরমিকিমারি গ্রামের ফিরোজা খাতুন, মৎস্য খাতে মারমী গ্রামের মনোয়ারা খাতুন, ঈশ্বরদী এলাকার নুরুল ইসলাম। এসময় ১০০ জন উপকারভোগী অংশ গ্রহণ করেন।