আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাইয়ের আঙ্গুল কর্তন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনা বড় ভাই মোকসেদ আলী বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এজাহার সুত্রে জানা গেছে, আটঘরিয়া পৌর সভার ধলেশ্বর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মোকসেদ আলী সম্প্রতি নিজ বসত বাড়ীর উঠানে ঘর তৈরি কাজ করছিলেন। এসময় তার ছোট ভাই মুকুল হোসেন ঘর তুলতে নিষেধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাধা সৃষ্টি করে। তাৎক্ষনিক আমি মুকুলকে বাধা দিতে নিষেধ করলে সে আমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে থাকলে বাম হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে বিছিন্ন হয়ে যায় এবং এলোপাথারি ভাবে মারপিট করে গুরুত্বর আহত করা হয়।
এতে আমার ডাক চিৎকারে আমার স্ত্রী আর্জিনা খাতুন দ্রুত আমাকে বাচানোর জন্য এগিয়ে আসলে তাকেও ধারালো হাসুয়া দ্বারা আঘাত করে রত্তাক্ত জখম করেন। এসময় আ্শপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
বাদী মোকসেদ আলী আরও জানান, দীর্ঘদিন ধরে আমার পৈত্তিক সম্পত্তি নিয়ে মুকুল আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে।
বাড়ীর ভিটে ছাড়া করার জন্য বিভিন্ন মহলের কাছে নানান ধরনের কথাবার্তা বলে বেড়্চ্ছা এবং মামলা তুলে নেয়ার জন্য আমাকে ও আমার স্ত্রীকে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিচ্ছে।