পাবনার আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন,
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান।
উক্ত খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে পরে ট্রাইবেকারে আটঘরিয়া পৌরসভা ফুটবল একাদশ ৪-১ গোলে দেবোত্তর ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করেন চ্যাম্পিয়ন টফি ঘরে তুলে নেন।
খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন পৌরসভার গোলকিবার হাসিবুল ইসলাম, ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সালমান, সর্বোচ্ছ গোলদাতা হয়েছেন দেবোত্তর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের স্বপন।