পাবনার আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট( অনুবর্ধ-১৭) ২০২৪ সিজন ২০২৩-২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ জুন) বিকালে আটঘরিয়া উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত খেলা প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, ওসি তদন্ত আরিফুল ইসলাম, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া,
কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ।
উক্ত উদ্বোধন খেলায় আটঘরিয়া পৌরসভা ফুটবল একাদশক টাইব্রেকারে ৩-২ গোলে চাঁদভা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করেন।
খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি আল আলিন, তার সহযোগী রেফারির দায়িত্বে ছিলেন তুষার হোসেন ও কাজি হানিফ।