পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজার এসবি কমপ্লেক্স এর ২য় তলায় এবি ব্যাংক( আটঘরিয়া উপশাখা) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ জুন) সকালে এবি ব্যাংক (আটঘরিয়া উপশাখা) প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, রুপালি ব্যাংক দেবোত্তর শাখার ম্যানেজার বাবুল আক্তার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম আশরাফ আলী।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এবি ব্যাংক আটঘরিয়া উপশাখার ম্যানেজার সিরাতুন নুর বিন রহমান।
এসময় দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, পাবনা ব্র্যাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, টেইনি অফিসার মেহেদী হাসান, ক্যাশ অফিসার মো: খোকন, ঋণ অফিসার এসএম শরিফুল আরেফিন সহ এবি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও সুধিজন উপস্থিত ছিলেন।