পাবনার আটঘরিয়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলাম এর দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সকালে অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত দায়িত্ব ভার গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
বুধবার(২৬ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল এর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম,
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আটঘরিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম জানান, আজ আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছি তা আমার জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে।
আমি সবার সহযোগিতা নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিটি কাজে সবার সুচিন্তিত পরিকল্পনা,পরামর্শ ও সহযোগিতা চাই পাশে চাই।