রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

ই-পেপার

মুত্যুর কোলে বিজয়ের স্বাদ – মো:মামুন মোল্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ

রক্তের দুর্গন্ধে মৃদু ও দমকা হাওয়া ও জ্বলছে
নদীর তটে বেঁধে থাকা লাশ আর লাশ
শিয়াল কুকুরের সে কি টানাটানি ;
ঝাঁকে ঝাঁকে বহুদূর থেকে উড়ন্ত চিল শকুন
খুব কাছের পরিচিত কাক ও,
নেমে আসছে তো আসছে ।
ঠুকরিয়ে ঠুকরিয়ে লাশের দেহ ক্ষত-বিক্ষত
টুকরো টুকরো মাংস নিয়ে সে কি সংগ্রাম?
বিমর্ষ লাশের দৃশ্য দেখে দেখে,
প্রিয় জনের চোখের জলে সমুদ্র থেকে মহাসমুদ্র।
কখন যেন ছুটে আসে কত শত বন্দুকের বুলেট;
আমিও হতে পারি এমন পশুদের খাদ্য!
এ কথা কখনো মস্তিষ্কে আসেনি।
একটি মাত্র চিন্তা ! কখন উড়িবে বিজয় নিশান?
হঠাৎ পাকবাহিনীর গুলিতে দেহংশ ক্ষত-বিক্ষত
বেদনার যন্ত্রণায় ছট-ফট রক্তাক্ত দেহ !
খাঁচার পাখি প্রায় ছেড়ে যায় যায়;
আকাশে বাতাসে ধ্বনিত,জয় বাংলার স্লোগানে
এই শব্দে মৃত্যুর যন্ত্রণা ও; থমকে দাঁড়ায়!
মৃত্যুর কপাটে দাঁড়িয়ে, তুলে নেয় বিজয়ের স্বাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর