বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

গুরুদাসপুরে আধাপাকা লিচু চড়াদামে বিক্রি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১১ মে, ২০২০, ১০:১৫ অপরাহ্ণ

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বাগানের লিচু এখনও ভাঙতে শুরু করেননি চাষী ও ব্যবসায়ীরা। বিশাল বিশাল লিচু বাগান লাল, হলুদ আর সবুজ রংয়ে ছেয়ে গেছে। যেন লিচুর গায়ে রং লেগেছে। কদিন পরই বিভিন্ন জাতের টসটসে লিচু দেখে মন ভরে যাবে চাষীদের।

জানা গেছে, আর এক সপ্তাহ লাগবে লিচু পাকতে। তার আগেই কিছুসংখ্যক লোক আধাপাকা লিচু স্থানীয় চাঁচকৈড় মোকামে খুচরাভাবে বিক্রি করছেন। রমজান উপলক্ষে এই লিচু বিক্রি হচ্ছে চড়াদামে। বছরের প্রথম মৌসুমী ফল বিত্তবানরা সখের বশে কিনলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই রসালো ফল।

দেখা গেছে, উপজেলার মোল্লাবাজার এলাকার শফিকুল ইসলাম মিন্টু ১শ’টির এক বোঝা লিচুর দাম হাঁকছেন ৫শ’-৬শ’ টাকা। চাঁচকৈড় বাজারে বেচতে আনা ওই লিচু কেনার আগ্রহ থাকলেও দাম শুনে ঘুরে যাচ্ছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর