পাবনার চাটমোহরে ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে মঙ্গলবার (১১ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মেহেদী হাসান শাকিল।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধি জালের ব্যবহার বন্ধে উপজলো মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অভিযান চালানো হয়।
এ সময় হান্ডিয়াল ইউনিয়নের কাটাগাঙ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিচ চাযনা দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজলো মৎস্য র্কমর্কতা আব্দুল মতিন জানান, দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে কাটাগাঙে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭০ পিচ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধীক টাকা।