পাবনার চাটমোহর সড়ক দুর্ঘটনায় রাজিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকাল ৫ টার দিকে দিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজিয় খাতুন উপজেলা হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে বাড়ি থেকে অটোভ্যান যোগে চাটমোহর বাসস্ট্যান্ডে এলাকার দিকে আসছিলেন রেজিয়া খাতুন পথিমধ্যে উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর চাটমোহর থেকে হরিপুর গামী একটি ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় রেজিয়া খাতুন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ নেওয়ার পথে হরিপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা আজকের পত্রিকাকে জানান,এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।