নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে যুদ্ধকালীন “বীরত্বগাধা শোনানোর অনুষ্ঠান হয়েছে।
বঙ্গবন্ধু আর্দশ ও মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও আটঘরিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়
মঙ্গলবার(৩ জুন) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতির ফাউন্ডেশন কেন্দ্র অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপসচিব প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন রেনু, বীরমুক্তিযোদ্ধ আবু মোতালেব, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
এসময় চারজন বীর মুক্তিযোদ্ধাকে স্মারক প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।