পাবনার চাটমোহরে বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভলপমেন্ট (পিসিডি) গতকাল মঙ্গলবার আয়োজন করে কৈশোর মেলার। পিকেএসএফ’র অর্থায়নে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে পিসিডি’র কিশোর-কিশোরী ক্লাব এই মেলার আয়োজক। তবে মেলায় যে ৫/৬টি স্টল বানানো হয়। সে সকল স্টলে ‘স্থান ঃ ভাঙ্গুড়া পৌরসভা চত্বর” লেখা ব্যানার টাঙানো হয়। মেলার কোন উদ্বোধন করা হয়নি। মেলার কোন স্টলে কোন উপকরণ বা কিশোর-কিশোরী ছিলো না। পিসিডি’র দু’চারজন কর্মকর্তা মেলা চত্বরে পায়চারি করেছে মাত্র। কী কারণে কিংবা কী উদ্দেশ্যে এই মেলা,তা কেউ বলতে পারেনি। কেউ জানেন না এই মেলার বিষয়ে। বিকেলে নাকি মেলার সমাপনী অনুষ্ঠানও হয়েছে। সেখানে পিসিডি নিজেদের মতো করে নিজস্ব কয়েকজন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। সমাপনী অনুষ্ঠানে পিসিডির কর্মকর্তা-কর্মচারীসহ ১৫/২০ জন উপস্থিত ছিলেন। একাধিক সূত্র জানায়,প্রতি অর্থবছরে পিকেএসএফ কিশোর-কিশোরী ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধূলা প্রকল্পে পিসিডিকে মোটা টাকা দিয়ে থাকে। সারা বছর খাতা-কলমে কাজ দেখিয়ে পিসিডি বছর শেষে এ ধরণের তথাকথিত মেলার আয়োজন করে দাতা সংস্থার অর্থ হরিলুট করে থাকে। খেশোর মেলার নামে পিসিডি’র এই তামাশা নানা গুঞ্জনের সৃষ্টি করেছে।
এ বিষয়ে পিসিডির সিনিয়র প্রোগ্রাম অফিসার আঃ গণি বলেন,চাটমোহরে এই মেলা হচ্ছে। তাহলে স্থান হিসেবে ভাঙ্গুড়া পৌরসভা চত্বর ব্যানার টাঙানো কেন ? এ প্রশ্নের জবাবে আঃ গণি বলেন,এটা আপনার দেখার বিষয় না। আপনি লেখলে চাটমোহরের কথা লেখেন। অন্য উপজেলারটা আপনাকে দেখতে হবে না।
পিসিডি’র নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলমের সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।