সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

ই-পেপার

তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ
গ্রেফতার
গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

সোমবার (৩ জুন) রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া এলাকা থেকে ওই চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, বগুড়া জেলার কাহালু থানার সাখাওয়ালী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে তসলিম হোসেন (৪২), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোষপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরশেদ আলী (৪৫), যশোর জেলার চৌগাছা উপজেলার শুলয়া বাজার গ্রামের শ্রী প্রহল্লাদের ছেলে স্বপন কুমার (৪০) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার খোলামেলা মডেল টাউন এলাকার আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মালেক (৪৫)।

এ বিষ‌য়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গভীর রাতে ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদি চুরি করে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চুরির মালামালসহ তাদের চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর