পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।) ইসাহক আলী (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ মে) বিকেল ৩ টায় দিকে চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়াস্থ (বাসস্ট্যান্ড) বাসভবনে তিনি মারা যান। গত ১২ মে চাকুরি থেকে অবসর নেওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি গত মঙ্গলবার (২৮ মে) বাড়িতে ফিরে আসেন। মৃত্যুকালে তিনি স্কুল শিক্ষিকা মনিরা পারভীন ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব তাঁর দীর্ঘদিনের কর্মস্থল চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলার বাঙ্গালা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাঙ্গালা কবরস্থানে দাফন করা হয়। এদিকে শিক্ষক ইসাহক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম,নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মির্জা রেজাউল করিম দুলাল,চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর কে এম আঃ রব মিয়া,ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ।