পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে টানা দুই বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম। তিনি আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে।
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ ও ভোটগণনা শেষে বুধবার (২৯ মে) রাতে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহারুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী,আটঘরিয়া উপজেলায় মো: তানভীর ইসলাম(মোটরসাইকেল) পেয়েছেন ৪০ হাজার ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম কামাল (ঘোড়া) ৩৪ হাজার ৭৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
আটঘরিয়া উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মো: মহিদুল ইসলাম (চশমা) ২৫ হাজার ১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন মাইক (স্বতন্ত্র) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৫০ ভোট।
টানা দুই বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তহমিনা সুলতানা -হাঁস(স্বতন্ত্র) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছমা খাতুন (স্বতন্ত্র) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬০৬ ভোট।