চাটমোহরে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যাবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় আঞ্চলিক পর্যায়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সিনিয়র মৎস্য ( ৩০ মে) সাকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়রাম্যানের ফিরোজা পারভীন, নব নির্বাচিত চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল, ঢাকা মৎস্য অধিদপ্তরের উপ প্রধান মোজাম্মেল হক,মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, পাশ্বডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আজাহার আলী, প্রকল্পের সুফলভোগী মায় রানী কর্মকার সুফলভোগী ফজলুল হক প্রমূখ।
উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিজন, মৎস্য চাষীরা এ অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মকবুল হোসেন এমপি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব, মৎস বান্ধব, পরিবেশ বান্ধব,জনগন বান্ধব তার নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।