পাবনায় ১লা জুন থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। মঙ্গলবার (২৮ মে) বিকেল ৩টায় সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এতথ্য জানান তিনি।
সিভিল সার্জন জানান, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বছরে দুবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পাবনার ৯টি উপজেলার মোট ১৯৩০টি কেন্দ্রে এবার ৪ লাখ ৪১ হাজারেরও বেশি শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাসের শিশু রয়েছে ৫১ হাজার ৪৯২ ও ১২-৫৯ মাসের ৩ লাখ ৬৯ হাজার ৫৫৬ টি।
তিনি বলেন, এই ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ডায়রিয়া, হাম ও রাতকানাসহ বেশ কয়েকটি রোগ থেকে শিশুরা মুক্তি পেতে পারে। এছাড়া এ ক্যাপসুল শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমায়। এজন্য এটি অধিক গুরুত্ব দিয়ে খাওয়ানো হয়ে থাকে। ইতোমধ্যে জেলা ও উপজেলাজুড়ে ব্যাপক প্রচারণা চালানোর ব্যবস্থা করা হয়েছে। যেনো একটি শিশুও বাদ না যায়। ক্যাপসুল খাওয়ানোর সময় কোনো শিশু অসুস্থ্য থাকলে তাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। তবে ওই শিশুর জন্য স্বাস্থ্য বিভাগের কাছে ঔষধ সংরক্ষিত থাকবে। দ্রুতই সুস্থ্য হলে স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করে ক্যাপসুল খাওয়াতে পারবেন বলেও জানান সিভিল ডা. শহীদুল্লাহ দেওয়ান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ স্বাস্থ্য কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।