পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউপি সমাজ রাজপাড়া গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক মোঃ রফিকুল ইসলামের নিজ অর্থায়নে গ্রামের রাস্তা নির্মাণ শুরু করলেন। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টায় গ্রাম বাসীর সহযোগীতায় এ রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।
সমাজসেবক রফিকুল ইসলাম বলেন, নিমাইচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বলজপুর গ্রামের ফজলুর বাড়ি থেকে আফসার প্রামাণিকের জমির পার্শ্ব রাস্তা পর্যন্ত ১শ ৫০ মিটার রাস্তাটিতে মাটি না থাকায় এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি পোয়াতে হয়েছে। দীর্ঘ বছর এ রাস্তায় মাটির কাজে কোন বরাদ্ধ না থাকায় গ্রাম বাসীর সহযোগীতায় আমার নিজ অর্থায়নে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করে এ রাস্তায় মাটির কাজ করে দিচ্ছি।
রাস্তায় মাটির কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, হান্ডিয়াল প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, বলজপুর গ্রামের আব্দুস সোবাহান, রহম আলী সরদার, ফজলুর রহমান, আফজাল সরদার, আলী আহমেদ, জালাল উদ্দিন প্রমুখ।