চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় আজ মঙ্গলবার (৪আগস্ট) বিকেল ৫টার সময় দৈনিক চলনবিলের কথা এবং চলনবিল সাহিত্য সংসদ এর পক্ষ থেকে চলনবিলের আলোর সম্পাদনা পরিষদকে এক সংবর্ধনা প্রদান হয়েছে।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলনবিল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এবং দৈনিক চলনবিলের কথার উপদেষ্টামন্ডলীর সভাপতি কবি মোঃ নুরুজ্জামান সবুজ।
এসময় উপস্থিত ছিলেন চলনবিলের আলোর সম্পাদনা পরিষদের সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী,বার্তা সম্পাদক মো: সিরাজুল ইসলাম আপন,সা:বাাদিক মামুনুর রহমান,বাংবাদেশ পুলিশ বাহিনীর সদস্য তৌহিদুল ইসলাম তানিন, দৈনিক চলনবিলের কথার প্রকাশক ও সম্পাদক আর এস আই সাগর, চলনবিল সাহিত্য সংসদে নব উপদেষ্টামন্ডলীর মধ্যে আবু মোঃ নুরুল আমিন এবং সালাউদ্দিন চাঁদ, কবি ঠান্টু আলম,কবি বাবুল আক্তার, মুনসুর সাদ্দাম, পি এম জাহিদসহ আরো অনেকে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথীদের মাল্য অর্পণ, পুরস্কার প্রদান করা হয় ।সবশেষ চলনবিলের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আনিছুর রহমান আনিছ, চলনবিল সাহিত্য সংসদের সভাপতি সরদার আব্দুল আলীম, চলনবিল সাহিত্য সংসদের সাবেক সভাপতি মোঃ সানোয়ার হোসেন, চলনবিল সাহিত্য সংসদের অর্থসম্পাদক কবি হাসিনা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।