শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ৫ মে, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন সারাদেশে ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার সকাল ৯টায় সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি -১ উল্লাপাড়া আর এস সদর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই রকম নীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়জিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় আসছে। সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময় গণ স্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়রম্যানের কাছে স্মারকলিপি প্রদানসহ নিয়মতান্ত্রিকভাবেই তাদের দাবি দাওয়া বাস্তবায়নের চেষ্টা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর