সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

ই-পেপার

প্রতিবন্দ্বী ফজর আলীর পাশে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩ মে, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গায় ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের এক প্রতিবন্দ্বীর নাম ফজর আলী (৬০)।ভিটেমাটি শুন্য ফজর আলীর পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। লাঠিতে ভরকরে চলা ফজর আলী অন্যের কাছে হাত পেতে,ধারদেনা করে জীবন-জিবীকা নির্বাহ করতেন।
বৃদ্ধ বয়সে তাকে ঘুম থেকে উঠে বের হতে হয় খাদ্যের সন্ধানে।শাহজাদপুরের মানবদরদী মামুন বিশ্বাসের আর্থিক সহায়তায় পায় একটি নতুন দোকান ঘর ও মালামাল।সেই দোকানের আয়ে কোনমতে চলতে থাকে তার সংসার।কিন্ত কিছুদিন যেতে না যেতেই চুরি হয়ে যায় দোকানের সব মালামাল।আবারও নি:স্ব হয়ে অচল হয়ে যায় তার সংসার।নেমে আসে সংসারে কষ্টের ঘানি।এমনি দু:সময়ে আবারো পাশে দাঁড়ায় আরেকটি মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”ফেসবুক গ্রুপ।নাম প্রকাশ না করার শর্তে “প্রিয় সলঙ্গার গল্প”গ্রুপের এক উপদেষ্টার একক অর্থায়নে ৫ হাজার টাকার মালামাল কিনে দেন।
দোকানের বিভিন্ন মালামাল কিনে ভাউচারসহ তার হাতে তুলে দিয়ে সলঙ্গা বাজার অগ্রণী ব্যাংকের নিচে।গত বৃহ:বার (২ মে) সকাল ১০ টায় দোকান বসিয়ে দেন সলঙ্গার গল্প গ্রুপের সদস্যরা। চীপ এডমিন শাহ আলম মাস্টারের উদ্যোগে এ সময় গ্রুপের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান,আবদুস ছালাম মাস্টার,আলহাজ্ব দেলোয়ার হোসেন,এডমিন হারুনর রশিদ,এডমিন শাহিদুল ইসলাম,মডারেটর তুষার তালুকদার,ফরহাদ হোসেনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর