পহেলা বৈশাখ বাঙ্গালীর প্রাণের উৎসব
প্রত্যেক বাঙ্গালীর শিকড়ের মিলন মেলা,
ধর্ম বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে মেলায়
উপভোগ করে লোকজ সংস্কৃতি খেলা ।
পহেলা বৈশাখ শুধু বাঙালির উৎসব নয়
আদিবাসী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের,
প্রত্যেক মানুষের স্বপ্নময় জীবন সাজাতে
শুভ সূচনায় আসে ১ম দিন নতুন বছরের।
জীর্ণ-পুরোনো দিনগুলি পেছনে ফেলে
বাঙ্গালী জাতি সম্ভাবনার নতুন বছরে ,
পহেলা বৈশাখ বর্ণিল উৎসবে বর্ষবরণে
ভিন্ন মাত্রার রুপে সাজে বৈশাখকে ঘিরে ।
পান্তা ইলিশ বাঙালীর পহেলা বৈশাখ
বাঙ্গালী জাতি মেতে ওঠে সারা বাংলায়,
গ্রাম গঞ্জের দোকানীরা বৈশাখে ব্যস্ত
হালখাতায় বাঁকীর খাতা ইতি টানায় ।
দেশ জাতির মঙ্গলে দেশপ্রেম জাগ্রত হোক
অপসংস্কৃতি মুছে খুলবে শান্তির নতুন দুয়ার, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এ জাতি
বাংলা নববর্ষে এই প্রত্যাশা হোক সবার ।