ঈদ মোবারক ঈদ মোবারক
আজকে ঈদের খুশির দিন,
নতুন পোশাক পড়ে সবাই
আনন্দে বাঁজাচ্ছে ঈদের বিন ।
সুগন্ধী সাবান শ্যাম্পু মেখে সবাই
সাত সকালে গোসল সারতে পুকুর পাড়ে,
নতুন পোশাক পড়ে গায়ে আতর মেখে
ঈদুল ফিতর নামাজে যাচ্ছে দৌড়ে ।
মেয়েদের হাত পায়ে মেহেদীর বাহার
গায়ে আলেয়া জামালকদু আফগানী,
ছেলেদের হাতে বেসলেট চোখে চশমা
মিলেছে বেশ পাঞ্জাবী শেরওয়ানী ।
বিভিন্ন খাবার পণ্যের পসরা সাজিয়ে
ঈদের মাঠে বসেছে ঈদ আনন্দ মেলা,
চেংড়া বুড়ো ঈদের আনন্দে মেলায়
কেনাকাটা শেষে দেখছে লাঠি খেলা ।