দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক শফিক মোহাম্মদ রুমন এর মাতা জাহানারা সামাদ সোমবার ৮ এপ্রিল রাত ৮ টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তিনি দুই পুত্র ও এক কন্যা, জামাতা এবং নাতি নাতনি সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান রাব্বানী জব্বার, সাধারণ সম্পাদক কাওসার উজ জামান,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সভাপতি ইকবাল হোসেন, দৈনিক সংবাদ সারাবেলার ভারপ্রাপ্ত সম্পাদক আবু জাফর সহ অন্যরা।