পবিত্র মহামান্বিত মুক্তির রজনী
লাইলাতুল কদরের পবিত্র রাত,
আল্লাহর সন্তুষ্টি ও পাপ মোচনে
মুসল্লীগণ আদায় করে সালাত ।
মানবজাতির ভাগ্য নির্ধারণ হয়
মহামান্বিত পুণ্যময় এ কদর রাতে,
ধর্মপ্রাণ মুসল্লী মসজিদে রাত কাটায়
নফল নামাজ ও ইতিকাফের নিয়তে ।
অন্য সময়ের হাজার মাসের সমান
কদর রাতের সওয়াব পাওয়া যায়,
নফল ইবাদত কোরআন তেলাওয়াতে
মুসল্লীগণ পাপমোচনে প্রার্থনা জানায় ।
এই রাতে স্বজনদের কবরের পাশে দাড়িয়ে
দরুদ তসবিহ পাঠ কোরআন তেলাওয়াত,
কবরে প্রিয় মানুষদের চির শান্তি কামনায়
দোয়ার মাহফিলসহ করে দান খয়রাত ।