৬ এপ্রিল চট্টগ্রামের দোহাজারীতে
মুক্তিবাহিনীর সাথে হায়েনার তুমুল যুদ্ধ হয়, মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে
শহর হতে পাকসেনারা পিছু হটে যায়।
এই দিনে সিলেটের করিমগঞ্জ সীমান্তে
মুক্তিবাহিনী ও পাকসেনাদের লড়াইয়ে,
পাক হানাদার বাহিনী লড়াইয়ে পর্যদুস্ত হয়ে
ঘাতক বাহিনী রনাঙ্গন হতে যায় পালিয়ে ।
পাকসেনারা অতর্কিত চাঁদপুর পুরানবাজারে
ঘাতক হানাদার বাহিনী বিমান হামলা করে,
সিলেট শহরতলীর কলাপাড়ার গণ হত্যায়
২৫ জন নিরীহ বাঙালি মৃত্যুবরণ করে।
হায়েনার দল সৈয়দপুর থেকে দিনাজপুর গিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে হায়েনার তুমুল যুদ্ধ হয়, দুই-তিন ঘন্টা স্থায়ী যুদ্ধে ক্ষয়-ক্ষতি স্বীকার করে
যুদ্ধ রনাঙ্গন হতে সেনানিবাসে পালিয়ে যায়।
মুক্তিবাহিনী হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে
মুক্তিযোদ্ধারা ময়মনসিংহ ও কুমিল্লা উদ্ধার করে,
মুক্তিবাহিনীর সাথে যুদ্ধে টিকতে না পেরে
পাক বাহিনী শহর ছেড়ে ক্যাম্পে ডুকে পড়ে ।