সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটি পাকা করা হয়নি। ফলে যাতায়াতের চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে অত্র এলাকার শত শত শিক্ষার্থী ও হাজারো মানুষকে। বিগত দুই যুগ আগে তখনকার সময় উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি সাবেক চেয়ারম্যান মরহুম আলমগীর কবির খান সাহেবের সার্বিক সহযোগিতায় নিচু সড়কটি উঁচু ও ইট ফেলে যাতায়াতের উপযোগী করা হলেও দীর্ঘ দুই যুগ পার হলেও জনগুরুত্বপূর্ণ সড়কটি আজও পাকা করা হয়নি। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির মাঝে মাঝে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি না থাকায় কষ্ট করে যাতায়াত করা গেলেও বর্ষার সময় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় পানি আর কাঁদা। ফলে ইজিবাইক, অটোভ্যান, অটোরিক্সা ও সিএনজিসহ কোনও যানবাহনই এ রাস্তা দিয়ে সহসাই যেতে পারে না।তাছাড়া যাতায়াতের কোন পরিস্থিতিও থাকে না।সড়কটির বেশ কয়েক জায়গা ভেঙ্গে বিভিন্ন পুকুরে চলে গেছে। ফলে চলাচলের চরম বিরম্বনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। উপজেলার ডাঙ্গারপাড়া, নিজামগাতী, ব্রাম্যনবাড়িয়া ও গ্রামপাঙ্গাসী সহ বিভিন্ন এলাকার জনসাধারণ বিভিন্ন কাজে প্রতিনিয়ত এই সড়কটি দিয়েই চলাচল করে থাকেন। কিন্তু সড়কটি পাকা না হওয়ায় যাতায়াত করতে চরম অসুবিধা ভোগ করতে হচ্ছে অত্র এলাকার হাজারো মানুষকে। এমতাবস্থায় জনস্বার্থে রায়গঞ্জের নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সঢ়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।