৩০ শে মার্চ সন্ধ্যায় বেতারে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে
বাংলাদেশকে স্বীকৃতির জন্য বিশ্বের প্রতি আহবান জানায়,
ঐদিন রাত্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গুড়িয়ে দিতে
হানাদার বাহিনী রাতভর বিমান হামলা চালায় ।
ঘাতক হানাদার বাহিনী চট্রগ্রামের বিভিন্ন শহরে
ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে অনবরত বোমাবর্ষন করে,
সাওতালদের সেনাছাউনীতে আক্রমণের প্রতিশোধে
রংপুরে আগুন জ্বালিয়ে দেয় বসতবাড়ী ঘরে ।
রাজশাহী জেলার গোপালপুর রেলক্রসিংয়ে
হানাদার বাহিনীর ৪০ জনকে হত্যা করা হয়,
০৬ ট্রাক বিপুল অস্ত্রসহ বিপুল গোলাবারুদ
চিনিকল কর্মীদের সহযোগিতায় হয় এ বিজয়।
এদিন কুষ্টিয়ার পুলিশ লাইন উদ্ধারে
মতিন পাটোয়ারীর নেতৃত্বে মুক্তিসেনা প্রতিরোধ গড়ে,
নোয়াখালীতে হানাদার বাহিনীর সাথে সংগ্রাম করে
প্রচুর গোলাবারুদসহ ৪০ হায়েনাকে বন্দী করে ।