শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
বিরল ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন সিংড়ায় অগ্নিকান্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪, কবিদের পদচারণায় মুখলিত সিলেটের মুসলিম সাহিত্য সংসদ কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় অনিয়মের অভিযোগে ম্যানেজারসহ ৩ জন আটক নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এ-র কেন্দ্রীয় দায়িত্বে সরইতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন মোঃ মোস্তফা জামাল ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন গোপালপুরে তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ না মানায় মুচলিকা দিলেন দুই প্রতিষ্ঠান প্রধান

ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর দু পা হাত ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে মৎস্য হ্যাচারির ব্যবসায়ীর নিকট থেকে দাবীকৃত চাঁদা না পেয়ে সাজ্জাদ হোসেন (৪৪) নামের এক ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া সিপি মৎস্য খামারের সামনে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সাজ্জাদ সরদার ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া এলাকার মৃত আরশেদ আলী সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. সাজ্জাদ গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল (মঙ্গলবার) দুপুরে এ ব্যাপারে আহত ব্যবসায়ী মো. সাজ্জাদ সরদারের বড় ভাই মো. ইয়ারুল সরদার বাদী হয়ে  ঈশ্বরদী থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও মামলার এজাহার সুত্রে জানা যায়, আহত সাজ্জাদ সরদার দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া সিপি মৎস্য খামারের গাড়ি সরবরাহসহ খামার সংশ্লিষ্ট ব্যবসা করে আসছেন। বেশ কিছুদিন ধরে একদল ব্যক্তি ক্ষমতাসীন দলের পরিচয়ে সাজ্জাদ সরদারের নিকট থেকে চাঁদা দাবী করে আসছিল। তাদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় হুমকি ধামকিসহ ভয়ভীতি দেখান। ঘটনার দিন সন্ধ্যায় সাজ্জাদ সরদার দাশুড়িয়া বাজার থেকে তিন লাখ টাকা নিয়ে মোটর সাইকেল যোগে মৎস্য হ্যাচারিতে আসতে ছিল। এসময় পথেমধ্যে ১২/১৫ জনের একটি  সন্ত্রাসীদল হাতে লোহার জিআই পাইপ, রড, লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী সাজ্জাদের গতিরোধ করে আটক করে। সন্ত্রাসীরা হাতুড়ি, জিআই পাইপ দিয়ে পিটিয়ে সাজ্জাদের দুই পা ও হাত ভেঙ্গে গুরুতরভাবে আহত করে। এসম সন্ত্রাসীরা তার নিকট থাকা ব্যবসার নগদ দুই লাখ ৬০ হাজার ৩৪০ টাকা ও মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। ব্যবসায়ী সাজ্জাদ সরদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদী মো. ইয়ারুল সরদার জানান, হামলাকারীরা এলাকার চিহিৃত সন্ত্রাসী। ক্ষমতাসীন দলের পরিচয়ে এলাকায় নানা রকম সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। ব্যবসায়ী সাজ্জাদের অবস্থা গুরুতর। এই বিষয়ে থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে আহত ব্যবসায়ী সাজ্জাদ সরদারের ভাই মো. ইয়ারুল সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত মো. পাভেল (৩৩) নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com