২৩ মার্চ বঙ্গবন্ধুর ডাকে শুরু হয়
বাংলায় অসহযোগ আন্দোলন,
সারাদেশে একযোগে পালিত হয়
স্বাধীন বাংলার পতাকা উত্তোলন।
লাখো জনতা মিছিলে জমায়েত হয়
রাজধানী ঢাকার ৩২ নম্বরে,
লাখো জনতার জয়বাংলা স্লোগানে
বঙ্গবন্ধু পতাকা উত্তোলন করে ।
বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণে বলেন
সংগ্রাম চলছে সংগ্রাম চলবে,
৭ কোটি মানুষের মুক্তির জন্য
বাঙ্গালী শত্রুর সাথে সংগ্রাম করবে ।