স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সুশিক্ষায় এবং স্বশিক্ষা উভয় বিদ্যামান,মানুষ গড়ার এই কারিগর দায়িত্ব খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শণে এসে ক্লাস নেন তিনি ৷
এখানেই শেষ নয় তিনি যমুনা নদীর ভাঙ্গা-গড়া উপজেলায় প্রতিনিয়ত ছুটে চলেছেন প্রত্যেক গ্রাম ও পারা মহল্লায়। প্রশাসনিক কাজের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আধুনিক শিক্ষার দিক নির্দেশনা দিচ্ছেন। ঝরে পড়া শিক্ষার্থীকে স্কুল গামী, পাঠদান সচল, শিক্ষকদের উপস্থিতি, কাগজ কলম ও উপস্থিত ছাত্র ছাত্রীদের জরিপ এবং উপবৃত্তি ও বিনামূল্যে বই শতভাগ নিশ্চিতে সুনির্দিষ্ট চলমান প্রশাসনের।
খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরির্দশনে আলোচ্য বিষয় ছিল ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে ভালো করে লেখাপড়া, শুদ্ধি বানান ও নিয়মিত ক্লাস করার উপদেশ দেন। এসময় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নতুন কারিকুলামে পড়ান তিনি।
সুশিক্ষা এবং স্বশিক্ষা উভয় বিদ্যামান,মানুষ গড়ার এই কারিগর দায়িত্ব এলাকায় ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য সামাজিক সচেতনতা মাধ্যমে বাল্যবিহের বিরুদ্ধে মানুষকে সচ্ছার করছেন। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রত্যেক পরিবারের মাকে শিক্ষিত থাকা প্রয়োজন। তাই কবির ভাষায় আমাকে একজন শিক্ষিত মা দাও। আমি শিক্ষিত জাতি উপহার দিব। এছাড়ও বাল্যবিবাহ ,ইভটেজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সবধরণের সহযোগিতার করবেন বলে জানান ইউএনও মাহবুব হাসান।
একজন প্রশাসনিক উজ্জীবিত কর্মকর্তার মধ্যে সততা এবং ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ভাগ্য পরিবর্তনের পাশাপাশি চৌহালী উপজেলার পশ্চাৎপদ জনগণের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ব এবং আমরাও মাথা উচু করে দাড়াতে পারি। দেশের প্রতিটি ঘরে ঘরে জন্ম নিতে পারে এমন একজন দর্পন সন্তান।খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪৫০ জন ছাত্রী রয়েছে। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইদ্রিস আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএনও’র ক্লাস নেওয়া প্রসঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে মারিয়া মুক্তা বলে, ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। তিনি আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। ইউএনও স্যার আমাদেরকে স্বপথ বাক্য ও জাতীয় সংগিত সঠিক উচ্চারণ ও সুর ঠিক করে দেন ৷ ওনার কাছ থেকে আমরা অনেক নতুন নতুন বিষয় জানলাম প পড়াশোনা সার্বিক খোঁজ খবর নেন।
ইউএনও মাহবুব হাসান এ প্রতিবেদককে বলেন, প্রকৃত শিক্ষা অর্জন,শিক্ষার পরিবেশ উন্নয়নে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ অব্যহত থাকবে। কারিগরি কলেজ, কামিল সহ মাধ্যমিক, দাখিল ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকদের শতভাগ উপস্থিত এবং পাঠদান সচল রাখতে শিক্ষা অঙ্গন পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে ক্লাস নিচ্ছেন চৌহালীর ইউএনও মাহবুব হাসান।
একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে সব বিদ্যালয়ে গিয়ে মুক্তিযুদ্ধের ও ভাষা শহীদদের সঠিক ইতিহাস জানানো হবে।