বেহেস্তের সু-বাতাস নিয়ে আসছে
সর্বাপেক্ষা মাস মাহে রমজান,
সারা মাস রোজা পালনে
মুমিন বান্দার রয়েছে প্রতিদান ।
সুবহে সাদিক হতে সুর্যাস্ত পর্যন্ত
মুমিনগণ পানাহারে থাকে বিরত,
মিথ্যা অনাচার হতে দুরে থেকে
কোরআন পাঠ করে অবিরত।
কবরবাসীর জন্য বয়ে আনছে
বেহেস্তময় শান্তির সুবাস,
মৃত স্বজনদের শান্তি কামনায়
রোজা পালন করে পুরো মাস।