২৫ শে মার্চের গণ হত্যা,আজও ভুলে নি কেহ
চোখ বোজলেই ভেসে উঠে লাক্ষো বাঙালির মৃতদেহ।
অবুঝ শিশু শেখ রাসেলকে করেছিল যারা হত্যা,
আজও মুছেনি বাঙালির মন থেকে শেখ রাসেলের কথা।
জাতির পিতা শেখ মুজিবের সুযোগ্যা এক কন্যা,
সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে,
বেঁচে আছে নাম তার শেখ হাসিনা।
স্বজন হারা শত ব্যথা বুকে চাপা রেখে,
সারাটিক্ষণ বাবার মত বাঙালির সুখের স্বপ্ন দেখে।
মনে করো না শেখ হাসিনা স্বজন হারার ব্যথা গিয়েছে ভুলে,
এক এক করে ঘাতকদের দিচ্ছে ফাঁসিতে ঝুলে।