পাবনার ফরিদপুরে মো: নূরুল ইসলাম( ৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর থানা পুলিশ।
রবিবার ( ৩ মার্চ) রাত চারটার দিকে এসআই মো: সেলিম রেজা (নি:)/ ও তার ফোর্সসহ পুলিশের এক বিশেষ অভিযানে, ডেমড়া ইউনিয়ন চকচকিয়া গ্রামস্ত ফরিদপুর – বাঘাবাড়ি গামী রাস্তায়, এক আন্তজেলা মাদক কারবারি আটক করা হয়।
আটক নূরুল ইসলাম চাটমোহর উপজেলার বেজ পাড়া গ্রামের মৃত বজলুল রহমানের ছেলে। অভিযানকালে পুলিশের উপস্তিতিতা টের পেয়ে আরো চার জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তারা হলেন মো: শহিদুল ইসলাম (৩৯), মো: ওমর আলী প্রামাণিক ( ৫১),মো: সিরাজুল ইসলাম (৫৪)।
পুলিশ জানাই, আসামি নুরুল ইসলাম ( ৫০) এর হেফাজত হইতে একটি ভাড়া করা সি এন জিতে ওঠানোর সময় তিন টি প্লাস্টিকের বস্তার মধ্যে হালকা গোলাপি রঙের পলিথিনে মুড়ানো সর্বমোট ৩০ কেজি গাজা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানতে পারে,আসামি সিরাজুল হোসেন (৫৪) লালমনিরহাট হতে উল্লেখিত গাঁজা অন্যান্য আসামিদের নিকট সরবরাহের জন্য নিয়ে আসে।উক্ত ঘটনা ফরিদপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।