বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

লোহাগাড়া কোটাকোল ইউনিয়ন মেম্বারকে টাকা দিয়ে মিলছে না বয়স্ক ভাতা ও বিধবা কার্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ৫:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলার ১০, নং কোটাকোল ইউনিয়নের ৬, নং ওয়ার্ড মেম্বার মো: বাইজিদ শেখ ৭০,পিং মৃত সিরাজ শেখ, তেলকাড়া এর নামে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ও ১০, টাকা কেজি চাউলের কার্ড করে দিয়ে টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সরোজমিন ও এলাকাবাসীর কাছে গিয়ে জানা যায় মেম্বর বাইজিদ তেলকাড়া গ্রামের মো: কাসেদ শেখ ৭০, পিং মৃত মোবারেক শেখ এর বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে দুই কালীন তার থেকে ৬০০০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু এক বছর পার হলেও মেলেনি ভাতার কার্ড। সাংবাদিকদের সাথে কাসেদ শেখের কথা হলে তিনি বলেন, এর আগে আমার বউ এর নামে একটা ১০ টাকা কেজি চাউলের কার্ড করে দিয়ে ৩০০০. হাজার টাকা নিয়েছেন মেম্বার বাইজিদ।

 

তখনতিনি আরো সাংবাদিকদের বলেন প্রায় এক বছর অাগে মেম্বার বাইজিদ আমার কাছ থেকে ৬০০০, হাজার টাকা নিয়েছেন, কিন্তু কার্ড করে দেয় নাই কার্ডের কথা বললে সে কোন কর্ণপাত করে না। এরপর ওই এলাকার নদী ভাঙ্গন ১০থেকে১৫ জন নিরীহ মানুষেরসাথে কথা বললে তারা জানায় আমাদের বাড়ি ঘর নদীতে ভেঙ্গে গেছে আমরা সাহায্যের জন্য যায় মেম্বার বাইজিদ এর কাছে সে আমাদের পাত্তা দেয় নাই। তখন সেখানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে হাজির হয় করগাতি গ্রামের ১৫,থেকে ২০ জন নারী ও পুরুষ তারা বলেন সাংবাদিক এসেছে খবর শুনে আমরা এসেছি, কিছু বলবো, তারা তাদের বক্তব্যে বলেন মেম্বর বাইজিদ তাদের কারো নামে কোন ত্রাণের চাউল বা কার্ড করে দেই নাই, চাইলে বলে তোমরা চেয়ারম্যান এর কাছে যাও।

 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা মানুষের ভিতরে তোলপাড় শুরু হয়, তারা বলেন শুনেছি ঈদের সময় সরকারের দেওয়া চাউল আসছে, সেটাও মেম্বার বাইজিদ স্বজনপ্রীতি করে বন্টন করেছে, অভিযোগ এলাকাবাসীর। এরপর মুঠোফোনে কথা হয় মেম্বার বাইজিদের সাথে তিনি টাকার নেওয়ার কথা স্বীকার করেন, বলেন কিছু টাকা নিয়েছেন। এবং চাউল বন্টনের বিষয়টা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর