২৫ মার্চ অপারেশন সার্চ লাইটে
হত্যাযজ্ঞ চালায় হায়েনা জানোয়ার,
বাংলার আকাশ প্রকম্পিত হয়
সম্ভ্রম হারা মা বোনের বোবা চিৎকার ।
বাতাসে ছড়িয়ে পড়ে শহীদের রক্ত
হায়েনার দল বাংলা করে পুরো অবরুদ্ধ,
বাঙ্গালীর প্রিয়নেতা বঙ্গবন্ধৃর ডাকে
ঐক্যবদ্ধ বাঙ্গালী শুরু করে মুক্তিযুদ্ধ ।
হায়েনার খুন ধর্ষনে সহায়তা করে
এদেশীয় আল বদর রাজাকার,
তাই তো আমার বোনের আচল
ধরতে সাহস পায় হিংস্র জানোয়ার ।
বাঙ্গালী ওদের অত্যাচারে রুখে দাড়ায়
নারী পুরুষ অস্ত্রসহ সম্মুখ যুদ্ধে আসে,
লাখো শহীদ ও সম্ভ্রম হারা বোনের ক্রন্দনে
স্বাধীনতার সূর্যোদয় দেখা মেলে আকাশে ।